আজকের সাধারণ জ্ঞান : ২০ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ১১:২১ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ভাষাতত্ত্ব’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে?
উত্তর : রাজা রামমোহন রায়।

২. প্রশ্ন : বাংলা ভাষার ব্যাকরণ রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন কে?
উত্তর : রাজা রামমোহন রায়।

৩. প্রশ্ন : বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থ কে রচনা করেন?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ।

৪. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি?
উত্তর : গৌড়ীয় ব্যাকরণ।

৫. প্রশ্ন : বাংলা বর্ণমালা নিয়ে প্রথম বিস্তারিত আলোচনা করেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬. প্রশ্ন : শব্দতত্ত্বের রচয়িতা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৭. প্রশ্ন : বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক মতবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ।

৮. প্রশ্ন : ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : মুহম্মদ আবদুল হাই।

৯. প্রশ্ন : ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : ড. সুকুমার সেন।

১০. প্রশ্ন : কোন মনীষী ভাষাবিজ্ঞানী ছিলেন?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১১. প্রশ্ন : সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : Original Development Bengali Language (ODBL).

১২. প্রশ্ন : কে বহুভাষাবিদ পণ্ডিত ছিলেন?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১৩. প্রশ্ন : ড. এনামুল হক কে ছিলেন?
উত্তর : ভাষাতত্ত্ববিদ।

১৪. প্রশ্ন : রামমোহন রায়ের ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ কী?
উত্তর : গৌড়ীয় ব্যাকরণ।

১৫. প্রশ্ন : শব্দতত্ত্ব ও বাংলা ভাষার পরিচয় কোন ভাষাবিজ্ঞানীর সৃষ্টি প্রবাহ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১৬. প্রশ্ন : ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : বাঙলা ব্যাকরণ।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।