জেএমবি কমান্ডার রানা গ্রেফতার


প্রকাশিত: ১০:১৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার প্রধান আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পীরগাছা থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালতের বিচারক তা মঞ্জুর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকের আবেদনের প্রেক্ষিতে রানাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ৫ জানুয়ারি ধার্য করেছে আদালত।
 
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জেএমবি নেতা রানাকে আদালতে নেয়া হয়। শুনানি শেষে আবারো তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জিতু কবীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।