গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ০৭:২৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

রাজধানীর ব্যস্ততম জায়গা গুলিস্তানে রাস্তার উপর অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার সকাল সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেয়র আনিসুল হকের একান্ত সচিব কবির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী অভিযান এখনো অব্যাহত রয়েছে। বিকেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান সচিব কবির মাহমুদ।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।