‘তথ্যগত ভুলে সিআরবি আন্দোলন কি-না, খতিয়ে দেখা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের (সিআরবি) বুকে ছয় একর জায়গাজুড়ে হাসপাতাল নির্মাণের বিরোধিতার ক্ষেত্রে তথ্যগত কোনো ভুল হচ্ছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ‘সিআরবি ইস্যুটি যত গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার মনে হয় বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ না। ২০১৪ সাল থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন কেউ বিরোধিতা করেননি। এখন বাস্তবায়নের সময় এসে বিরোধিতা করছেন। এ বিরোধিতার ক্ষেত্রে তথ্যগত কোনো ভুল হচ্ছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ও যাচাই-বাছাই করা হবে।’

তিনি বলেন, ‘এক শ্রেণির মানুষ আছে, যাদের কোনো কর্মকাণ্ড ভালো লাগে না। তারা শুধু বিরোধিতা করে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কাছে কোনো অভিযোগ দেননি। তাছাড়া তারা এখনো আমার কাছে কিংবা সংশ্লিষ্ট কারও কাছে লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।’

মিজানুর রহমান/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।