ইতিহাস গড়ার পথে বার্সা
ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথম দল হিসেবে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে বার্সার শেষ বাধা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। জাপানের ইয়োকোহামায় রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
এক বছরে ছয়টি শিরোপা জেতার একমাত্র কীর্তিটি বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপে হেরে যাওয়ায় সেই ঐতিহাসিক কীর্তির পুনরাবৃত্তি এবার সম্ভব নয়। তবে আজ বছরের পঞ্চম শিরোপা ঘরে তুলতে পারলে ২০১৫ সালটাও বার্সেলোনার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এ বছর এরই মধ্যে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ও ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে বার্সা। এবার ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দলের রেকর্ডটি নিজেদের করে নেয়ার পালা।
এদিকে ফাইনালে সেরা দলটিকেই খেলানোর ইঙ্গিত দিয়েছেন বার্সা বস লুইস এনরিকে। কুঁচকির চোট কাটিয়ে পরশু অনুশীলনে ফিরেছেন নেইমার। কাল মেসিও দলের সঙ্গে অনুশীলন করেছেন। সেমিফাইনালের আগে মেসির কিডনিতে পাথর ধরা পড়েছিল। তবে স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, শুক্রবার ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে তার কিডনির পাথর অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচারের পর কাল কোনো সমস্যা ছাড়াই অনুশীলন করতে পারায় ফাইনালে মেসির খেলার জোর সম্ভাবনা দেখছেন এনরিকে। আর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ ম্যাচের আগে।
নেইমারকে নিয়েও আশাবাদী বার্সা কোচ এনরিকে। এ নিয়ে তিনি বলেন, `মেসি ও নেইমার বেশ ভালোভাবেই সেরে উঠছে। সেরা দলটিকেই আমি খেলাতে চাই। এটা ফাইনাল এবং আমি খুব কঠিন ম্যাচই আশা করছি। বিশ্বের সেরা দলের মুকুট পরতে এখানে এসেছি আমরা, কিন্তু ফাইনালে সব সময়ই অঘটনের সম্ভাবনা থাকে।`
বার্সাকে ফেভারিট মেনে সেই অঘটনের আশাতেই বুক বেঁধেছেন রিভার প্লেট কোচ মার্সেলো গালার্দো, `সবাই জানে, বিশ্বের সেরা দল বার্সেলোনা। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের জন্য এটা ইতিহাস গড়ার অদ্বিতীয় সুযোগ। আমরা হৃদয় দিয়ে খোলা মনে আক্রমণাত্মক ফুটবল খেলব। আমাদের জন্য এটা স্বপ্নের এক ম্যাচ। আশা করি, মেসি, নেইমার, সুয়ারেজ- সবাই খেলবে।`
এমআর/এমএস