পেশাজীবীদের মাঠে থাকার আহ্বান খালেদার


প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে পেশাজীবী নেতাদেরকে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

আসন্ন পৌরসভা নির্বাচনে ফলাফলে যাতে কারচুপি না হয় এজন্য স্ব স্ব স্থান থেকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে বৈঠকটি শুরু হয়ে ১০টা ৫০ মিনিটটে শেষ হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন ও অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, কৃষিবিদ আনোয়ারুন্নবী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কবি আবদুল হহাই শিকদার, জাহাঙ্গির আলম প্রধান, মোস্তফা করিম স্বপন, রফিকুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ এম এ করিম, আ ন হ আকতার হোসেন, মুফতি সিদ্দিকী, হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামীমুর রহমান শামীম, নার্সেস অ্যাসোসিয়েশনেরর জাহানারা বেগম, মেডিকেল অ্যাসোসিয়েশনের বিপ্লব উজ জামান বিপ্লব, ইউনানি আয়ুর্বিদ চিকিৎসা অ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট অ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লোল, জিয়াউল হাসান পলাশ প্রমুখ।

এমএম/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।