তুরস্ক উপকূলে নৌকা ডুবে ১৮ শরণার্থীর মৃত্যু


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

তুরস্কের দক্ষিণাঞ্চলের বোদরাম শহরের কাছে ইজিয়ান সাগরে শরণার্থী বোঝাই নৌকাডুবে অন্তত ১৮ শরণার্থীর প্রাণহানি ঘটেছে। শুক্রবারের এ নৌকাডুবির ঘটনায় আরো অন্তত ১৪ শরণার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম দোগান নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলেরা শরণার্থীদের চিৎকার শুনে তুরস্কের কোস্ট গার্ডের সদস্যদেরকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তুরস্ক উপকূলের সাড়ে তিন কিলোমিটার দূরে শরণার্থী বোঝাই কাঠের নৌকাটি ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ইরাক, সিরিয়া এবং পাকিস্তানের শরণার্থীরা নৌকাটিতে ছিলেন।

এ ঘটনায় বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বোদরুমের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে তুরস্ক কোস্টগার্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ায় গত সাড়ে চার বছরের গৃহযুদ্ধে দেশটির অন্তত ৫ লাখ শরণার্থী তুরস্কের ভেতর দিয়ে সাগর পাড়ি দিয়েছে। এদের অনেকেরই গন্তব্য ছিল গ্রিস। ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এসব শরণার্থী গ্রিসের দিকে ছুটছে। চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবে কমপক্ষে ৬ শ শরণার্থীর মৃত্যু হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।