ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

নীলফামারীর ডিমলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড, বিকাল ৩টায় সর্বচ্চো তাপমাত্রা দাঁড়ায় ২২ ডিগ্রি সেন্টিগ্রেড। সকাল থেকে ঘন কুয়াশার কারণে চারিদিক ঢাকা পড়ে। দুপুরের পর সূর্যের মুখ দেখা গেলেও তাপমাত্রা ছিল কম।

ডিমলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার তিস্তা অববাহিকা ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেন্টিগ্রেড। ভারতের হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় চারদিক থেকে বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ের মতো ধেয়ে আসছে শীতের সাঁড়াশি আক্রমণ। শৈত্যপ্রবাহ দিনদিন বেড়েই চলছে আর থরথরে কাঁপছে উত্তর জনপদের মানুষজন।

হিমেল হাওয়ায় মানুষের শরীরে হাড় কাঁপানো শীত ও কনকনে ঠান্ডায় থরথর করে কাঁপছে এই জনপদের মানুষজন। শীতের তীব্রতা সন্ধ্যায় শুরু হয় আর রাত যতই গভীর হয় শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। গত তিনদিন ধরে একটু উষ্ণতার জন্য এ অঞ্চলের গরিব অসহায় মানুষজন আগুনের কুন্ডুলি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

Nilphamari

তিস্তাসহ বিভিন্ন নদীর চর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনের কুন্ডুলি জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে অসহায় পরিবারগুলো। বেশি বিপাকে পড়েছে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। পুরনো গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া হাসপাতালে শীতজনিত রোগে বয়স্ক ও শিশুদের নিউমোনিয়া, হাঁপানি, ক্লোড ডাইরিয়া, কাশিতে আক্রান্ত হয়ে পড়ছে।

তিস্তাপাড়ের পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর এলাকার হারুন মাঝি মুঠোফোনে জানান, কনকনে শীত পড়েছে।

ওই এলাকার টেপাখড়িবাড়ি ইউনিয়নের কিছামতের চরের বাসিন্দা সহিদুল জানান, শীতের তীব্রতায় আগুনের কুন্ডুলি জ্বালাতে হচ্ছে। এলাকার মানুষজন ক্ষেত খামারে কাজ করতে পারেনি।

জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছী গ্রামের কৃষক সাদ্দাম আলী (৫০) বলেন, শীতের কারণে সকাল ১০টার আগে কৃষি জমিতে কাজে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। এ কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

অপরদিকে ওই গ্রামের কৃষি শ্রমিক আব্দুল মালেক (২৬) বলেন,‘শীতের কারণে কাজ কমে গেছে। আর যেটুকু মিলছে তাতে মজুরি কম আসছে। পাশাপাশি শীত বস্ত্রের অভাবে পরিবারের দুই শিশু সন্তানসহ দুর্ভোগে আছি।’

শীতের কারণে আগের তুলনায় লোক সমাগম কমেছে জেলা শহরে। ফলে মন্দাভাব দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। জেলা শহরের ব্যবসায়ী আবুল কালাম (৪৫) বলেন,‘লোকসমাগম কমার কারণে দোকানে বিক্রি কমেছে।`

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায়। আর এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।