তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ হওয়ার আহ্বান স্পিকারের


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানীর বকসিবাজারে নবকুমার ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এবং একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সমাজ বিনির্মাণের কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
 
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, নিজের মেধা ও মননকে পরিশীলিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। শুধু ভালো ছাত্র হিসেবে নয় বরং যথাযথ আদর্শ ও মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়া শিক্ষা জীবন শেষে কর্মক্ষেত্রেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

শিরীন শারমিন বলেন, নবকুমার ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা গণ-অভ্যুত্থান ও মহান স্বাধীনতা আন্দোলনে গৌরবজনক ভূমিকা রেখেছে।  সেই দৃষ্টান্ত অনুসরণ করে সকল ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, নবকুমার ইন্সটিটিউশন ঐতিহ্য ও সুনাম ধারণ করে দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সেই সুনামকে ধরে রাখতে তিনি ছাত্র শিক্ষকসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর অ্যামেরিটাস ড. আনিসুজ্জামান সম্মানিত অতিথি এবং সংসদ সদস্য হাজী মো. সেলিম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খালেদা একরাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।