ভারত বিরোধী বক্তব্য নয় : নওয়াজ শরীফ
ভারতের সঙ্গে শান্তি প্রক্রিয়া নষ্ট করতে পারে এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে পাকিস্তানি মন্ত্রীদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার মন্ত্রীদেরকে ভারত বিরোধী বক্তব্য না দেয়ার আহ্বান জানিয়েছেন। দুই দেশের মাঝে শান্তি প্রক্রিয়া যাতে নষ্ট না হয় সেজন্য তিনি এ আহ্বান জানান।
শুধুমাত্র দুদেশের মাঝে আলোচনাকে উৎসাহিত করতে পারে এমন বক্তব্য দেয়ার নির্দেশ দিয়েছেন নওয়াজ। একইসঙ্গে তিনি তার ঘনিষ্ঠ সহযোগী ও মন্ত্রিসভার সদস্যদেরকে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, শরীফ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বেশ আশাবাদী। কেননা এর ফলে পুরো অঞ্চল লাভবান হবে। ওই কর্মকর্তা আরো বলেন, নয়াদিল্লীর বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী বেশ বিরক্ত। কেননা বিবৃতিতে ভারত শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা করতে চায়। কিন্তু নওয়াজ শরীফ বুঝতে পেরেছেন এটি ভারত সরকারের নীতি নয়।
ওই কর্মকর্তা বলেন, শরীফ কাশ্মীর সংকট, সন্ত্রাসবাদ এবং বাণিজ্য ইস্যুকে দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় প্রাধান্য দিতে চান। অন্য আরেক কর্মকর্তা বলেন, পাক প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানও ভারতের সঙ্গে শান্তি আলোচনায় ইচ্ছুক।
চলতি বছরের জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্বাক্ষাত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৫ তম বৈঠকের সময় এ দুই নেতার স্বাক্ষাত হতে পারে।
এসআইএস/এমএস