শ্রমিকদের জন্য ডাইফের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকখাতে কর্মরত শ্রমিকসহ অসহায়, দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। এতে ছয়জন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে সহস্রাধিক শ্রমিককে বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধ দেওয়া হয়।

শনিবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বানারি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে অধিদপ্তরের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী উপমহাপরিদর্শকের কার্যালয়সমূহের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কার্যালয়ে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, খুলনা অঞ্চলেও আয়োজন করা হবে।

jagonews24

মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজহারুল ইসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (মুন্সিগঞ্জ) জুলিয়া জেসমিন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সমাজকর্মীরা মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।