জানুয়ারিতে বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। এ লক্ষে ডিসেম্বরে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘দেশের এ খাত খুবই গুরুত্বপূর্ণ। তাই বছরে একবার করে দাম সমন্বয় করে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য বছরের শুরুতেই নতুন দাম নির্ধারণ করবে বিইআরসি।’

তিনি জানান, এর আগে গত অক্টোবরে গ্যাস ও বিদুতের দাম বাড়াতে বিইআরসিতে প্রস্তাব জমা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পেট্রোবাংলা। তবে ওই সময় গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলো পৃথক পৃথক প্রস্তাব জমা না দেওয়ায় তা ফেরত পাঠায় বিইআরসি। এ ছাড়া পিডিবির পাঠানো প্রস্তাবেও তথ্যের ঘাটতি থাকায় সেটিও ফেরত পাঠানো হয়।

ওই কর্মকর্তা আরো জানান, প্রস্তাব ফেরত পাঠালেও নতুন করে প্রস্তাব পাঠানোর জন্য  পিডিবি এবং পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়। আগামী ডিসেম্বরে পিডিবি এবং পেট্রোবাংলার নতুন প্রস্তাবের গণশুনানি সম্পন্ন করে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।  

ডিসেম্বরের কত তারিখে গণশুনানি হবে এ প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ভর্তুকির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কমে আসবে। দাম বাড়ানো না হলে চলতি বছরে এ খাতে ভর্তুকি দিতে হবে সাড়ে সাত হাজার কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।