করোনা পরিস্থিতিতে পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে ইভ্যালি: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

করোনা পরিস্থিতির কারণে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে ইভ্যালি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী মনিরুজ্জামান আসাদ।

তিনি আদালতে বলেন, করোনা পরিস্থিতির কারণে অর্ডার দেওয়া প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য সরবরাহ পায়নি। ফলে গ্রাহকদেরও সরবরাহ করতে পারেনি ইভ্যালি। এরপর মামলার বাদী অফিসে এলে তাকে টাকা দেওয়া হয়নি, কিন্তু টাকা দেওয়া হবে না এমনও বলা হয়নি। এটি একটি বিজনেস ডিল। সময় লাগতে পারে।

ইভ্যালি করোনা পরিস্থিতির কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ছয় মাস সময় চেয়েছে। এরই মধ্যে গত এক মাসে তিন লাখ পণ্য ডেলিভারি করা হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৭০ লাখ মানুষকে সেবা দিয়েছে বলেও দাবি করেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ।

এনএইচ/এমএসএম/এমআরএম/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।