চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১

মিথ্যা ঘোষণায় আমদানি করা চট্টগ্রাম বন্দর থেকে দুই কনটেইনার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ড থেকে কনটেইনার দুটি জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চীন থেকে চালানটি কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেডের নামে বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড।

কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ‘মিথ্যা ঘোষণায় আমদানি করা দুই কনটেইনার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মিজানুর রহমান/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।