২৪ ঘণ্টায় মৃত্যু নেই সিলেট-রংপুর বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১৬ সেপ্টেম্বর পর্য়ন্ত মোট মৃত ২৭ হাজার ১০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৯৬ জন, চট্টগ্রামে ৫ হাজার ৪৮৭ জন, রাজশাহীতে ২ হাজার পাঁচজন, খুলনায় ৩ হাজার ৫১৬ জন, বরিশালে ৯২৮ জন, সিলেট বিভাগে ১ হাজার ২২২৩ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮২০ জন মারা গেছেন।

এমইউ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।