ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ফুলের নৌকা দিয়ে বিএনপির দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগে যোগদান করেন তারা। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার তিনজন ওয়ার্ড কাউন্সিলরও রয়েছেন।

সাংসদ মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন ও মিসেস নায়ার কবির প্রমুখ।

মোকতাদির চৌধুরী বলেন, আজকে যারা শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের যোগদান কারছেন তাদের আমরা স্বাগত জানাচ্ছি। তবে আপনাদের অবশ্যই দলীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে।

জনসভার আলোচনা শেষে সাংসদ মোকতাদির চৌধুরী হাতে ফুলের নৌকা দিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, ৫নং ওয়ার্ডের কাউন্সিল আলী আহসান মোহাম্মদ কাউছার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, সাবেক কমিশনার ইলিয়াছ খান, জেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ইকবাল খান, মনির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এক হাজার ৮৯০ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।