ইউরোর পর অবসরে যাবেন দেল ভস্ক
ফ্রান্সে আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ শেষে অবসরে যাবেন বলে জানিয়েছেন স্পেনের কোচ ভিনসেন্ট দেল ভস্ক। আর এর মধ্য দিয়ে স্পেন জাতীয় দলে সফল্যমণ্ডিত আট বছরের ক্যারিয়ার শেষ হবে ভস্কের।
সম্প্রতি ‘উইনিং অ্যান্ড লুজিং: ইমোশনাল স্ট্রেইন্থ নামে একটি বই প্রকাশ করেছেন দেল ভস্ক। স্প্যানিশ মিডিয়ায় এই বইয়ের উম্মচনের সময় নিজের অবসর নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, “যদি সবকিছু ঠিকমত হয় ২০১৬ ইউরোর পর আমি জাতীয় দল থেকে অবসরে যাব। আমি স্পেন জাতীয় দলে আট বছর ধরে কোচ নিযুক্ত আছি এবং আমি এটা আঁকড়ে ধরে রাখতে চাইনা।”
গত বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। তখন অনেকেই ভেবেছিল হয়তো ছেঁটে ফেলা হবে তাকে। দলের ভরাডুবির পরও অতিত ইতিহাস দেখে তাকে স্বপদে বহাল রাখা হয়।
ইউরোর আগামী আসরে সহজ গ্রুপে পড়েছে স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়াকে নিয়ে গড়া এই গ্রুপটিতে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে এরপরও নিজের দল নিয়ে সতর্ক এ কোচ।
এ প্রসঙ্গে কিছুদিন আগেই বলেছিলেন, “টানা তৃতীয়বারের মতো ইউরো জেতার লক্ষ্যে আমরা ফ্রান্সে যাচ্ছি। এই অর্জন ইতোপূর্বে আর কেউ করতে পারেনি। কিন্তু সেখানে আরো কিছু দল আছে যারা এই শিরোপাটি জিততে যাচ্ছে।`
দেল ভস্কের অধীনে আগের দুইবার ইউরো শিরোপা ঘরে তুলেছে স্পেন। তবে তার সবচেয়ে বড় সাফল্য ২০১০ সালে বিশ্বকাপ অর্জন।
আরটি/এএইচ/এমএস