২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

জরুরি পাইপলাইন স্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তুলা গবেষণাকেন্দ্র পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজেন্দ্রপুর থেকে শ্রীপুরের তুলা গবেষণাকেন্দ্র পর্যন্ত সাত কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই এলাকার বিভিন্ন অংশে গ্যাসের পাইপ স্থাপন করার জন্যই সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এমএমএ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।