বুরুন্ডিতে সৈন্য পাঠাতে সম্মত আফ্রিকান ইউনিয়ন
বুরুন্ডির সহিংসতা থামাতে আফ্রিকান ইউনিয়ন দেশটিতে সেনা পাঠাতে নীতিগতভাবে সম্মত হয়েছে। সেখানে ৫৪ সদস্য বিশিষ্ট এ ব্লকের এক বৈঠকের পর একথা বলা হলো। শুক্রবার একজন সিনিয়র কর্মকর্তা একথা জানান।
বুরুন্ডির সহিংসতার ব্যাপারে আফ্রিকান ইউনিয়ন (এইউ) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা সেখানে ‘আর কোন গণহত্যা’ ঘটার সুযোগ দেবে না।
এইউ’র সিনিয়র কর্মকর্তা বোনাভেঞ্চার ক্যাকপো গুয়েবেগদি বলেন, ‘এইউ’র শান্তি ও নিরাপত্তা পরিষদ বুরুন্ডির বেসামরিক নাগরিকদের রক্ষায় সেখানে সেনা পাঠানোর ব্যাপারে গতকাল সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সৈন্য ইস্ট আফ্রিকান স্ট্যান্ডবাই ফোর্সের আওতায় থাকবে।’
তবে সম্ভাব্য সৈন্যের সংখ্যার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।
এসএইচএস/এমএস