হঠাৎ আফগানিস্তানে কার্টার


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

এক আকস্মিক সফরে আফগানিস্তান পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার। শুক্রবার আফগানিস্তানে যান তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তার এ সফরের লক্ষ্য দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়টি নিরূপণ করা। কর্মকর্তারা একথা জানান।

আফগানিস্তানে তালেবান হামলা জোরদার এবং ইসলামিক স্টেট গ্রুপের অনুগতদের ধীরে ধীরে দেশটিতে সাফল্য লাভে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এ আকস্মিক সফরে যান।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, কার্টার আফগানিস্তানে অবতরণ করেছেন।

কাবুলে মার্কিন দূতাবাস তার আফগানিস্তানে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। তবে তার সফরের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।