ফুটবল ছেড়ে ব্যবসা করবেন রোনালদো!


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

এখনও অবসর নেননি। তার আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে কিংবদন্তী শব্দটা লাগিয়ে দিচ্ছে তার ভক্তরা। সময়ের অন্যতম সেরা ফুবলার তিনি। বহমান সময়ের কারণে একসময় খেলা ছেড়ে দেবেন। তারমত একজন লিজেন্ডারি ফুটবলার খেলা ছেড়ে দেয়ার পর নিশ্চিতভাবেই প্রথম পছন্দ হিসেবে কোচিংকেই বেছে নেবেন। এটাই স্বাভাবিক। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো কোচিং, ফুটবল ছাড়ার পর করবেন হোটেল ব্যবসা। নিজে থেকেই সে ঘোষণা আগে আগে দিয়ে দিলেন সিআর সেভেন।

খেলা ছাড়ার পর কোচিং করাবেন, এমনটা কখনও ভাবেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। যেটা স্বাভাবিকভাবেই সব ক্রীড়াবিদদের প্রথম পছন্দ; কিন্তু তিনি তো ব্যাতিক্রম। খেলা ছাড়ার আগেই তাই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। পর্তুগালের একটি হোটেল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করতে চলেছেন নিজের হোটেল ব্যবসা। যার পেছনে তিনি লগ্নি করবেন চার কোটি ডলার। রোনালদোর ফুটবল জীবনের সঙ্গে যুক্ত তিনটি শহরে হবে এই হোটেল। পর্তুগালের যে শহরে জন্মছিলেন সিআরসেভেন সেই ফাঞ্চালেই হতে চলেছে তার প্রথম হোটেল। বাকি দুটো হবে লিসবন এবং মাদ্রিদে।

Ronaldo

এরপর লক্ষ্যে রয়েছে নিউ ইয়র্ক। যেখানে ভবিষ্যতে মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সম্ভবনা রয়েছে তার। নিজের টুইটারে এই নতুন স্বপ্নকে বাস্তবায়িত করার কথা জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘ফুটবলই আমার বিশ্ব; কিন্তু জীবন বদলায়। আর আমি সব সময়ই চেয়েছিলাম নিজের হোটেল করতে। তবে এত বড় একটা পরিকল্পনা একার পক্ষে বাস্তবায়িত করা সম্ভব ছিল না। এই কারণেই পেস্তানা হোটেল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করতে চলেছি। এই ব্যাবসায় ওরাই সেরা।’

তিনি যে কোচিংয়ে আগ্রহী নন তাও জানিয়েছেন। বলেন, ‘আমি নিজেকে কখনও কোচ হিসেবে কল্পনাও করি না। সেটা আমার লক্ষ্য নয়। তবে এটাও কেউ বলতে পারে না, কখন ইচ্ছেগুলো বদলে যায়।’

তিনটি ব্যালন ডি’অর রয়েছে তার কাছে। এখনও আরও কয়েক বছর দাপিয়ে খেলবেন সেই ব্যাপারে নিশ্চিত তিনি। তবুও সারা জীবন শীর্ষে থাকার স্বপ্ন দেখেন রোনালদো। বলেন, ‘আমার বয়স ৩০। সামনে এখনও অনেক বিকল্প রয়েছে। সঙ্গে রয়েছে অনেক মানুষের সমর্থন। তবে আমি চাই যে কাজই করি না কেন সেটাতেও যেন সেরা থাকতে পারি।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।