একটি তুচ্ছ ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে: বিজয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

বাড়িওয়ালার ছেলেকে পেটানোর খবরে বেশ বিব্রত। কুষ্টিয়ায় যে বাড়িতে ভাড়া থাকতেন ক্রিকেটার এনামুল হক বিজয়ের পরিবার, সেই বাড়িওয়ালাকে পেটানোর ঘটনা প্রকাশ হওয়ার পরই অবশ্য বিভিন্ন মিডিয়ার কাছে নিজের মতামত দিয়েছিলেন বিজয়। বলেছিলেন, এমন ঘটনা তিনি ঘটাননি। বাড়িওয়ালার ছেলেকে পেটাননি। বরং, একটা সাজানো, মিথ্যা ঘটনা দিয়ে তাকে বিপদে ফেলা হচ্ছে এবং সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।

বিভিন্ন মিডিয়া বিজয়ের বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশ করলেও, এবার আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য দিয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বক্তব্য তুলে ধরেছেন তিনি। লিখেছেন, তাকে নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে তা মুখরোচক এবং ভূল। বরং বাড়িওয়ালার ছেলেই নাকি উল্টো তাদের ওপর আক্রমণ করেছে।

বিজয় অভিযোগ করে বলেন, সংবাদ প্রচার বা প্রকাশের আগে তার সাথে কোন রকম যোগাযোগ করা হয়নি। একটি তুচ্ছ ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে বলে মনে কনে বিজয়। এ কারণে সবাইকে তিনি আরো বিচক্ষণ ও আলোকিত হবার অনুরোধ জানিয়েছেন। এদিকে ফেসবুকের অফিসিয়াল পেজে বিবৃতি দেওয়ার ব্যাপারটি  নিশ্চিত করেছেন  বিজয়ের বড় ভাই সজিব হোসেন।

বিবৃতিতে বিজয় উল্লেখ করেন, আমরা যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়িওয়ালার ছেলে মোতালেব হোসেন বাপ্পি একজন নেশাগ্রস্থ বেকার ছেলে।  ঘটনার দিন গোডাউনের তালা ভেঙে আমার বাবার গাড়ি চুরি করার সময় বাপ্পি হাতে-নাতে ধরা পড়ে। ঐ সময় বাপ্পি আমার বাবার সাথে দূব্যবহার করে। ব্যাপারটি আমার বাবা আমাকে জানালে আমি ও আমার বড় ভাই ছুটে যায়। এ সময় বাপ্পি আমাদের উপর আক্রমণ করে। কিন্তু আমি বা আমার ভাই বাপ্পিকে কোন কিছু দিয়েই আঘাত করিনি। অথচ আঘাতের যে সংবাদ প্রচার হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় শুধু একটি অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কোন সাধারণ ডায়েরী হয়নি। ঐদিনই ভাড়া বাড়ি ছেড়ে আমি আমার পরিবারকে সঙ্গে করে ঢাকায় নিয়ে আসি।

Bijoy-Status

তিনি আরো উল্লেখ করেন, দেশ আমার কাছে সকল কিছুর উপরে। আর আমি এমন কিছু করবো না যে দেশ ও দেশের মানুষকে কষ্ট দিবে। অথচ একটি ছোট ঘটনাকে কিভাবে অতিরঞ্জিত করা হলো। আমি সবাইকে অনুরোধ করবো আরো বিচক্ষণ হবার জন্য, আলোকিত হবার জন্য।

বিজয়ের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে যোগাযোগ করা হলে বিজয়ের বড় ভাই সজিব জানান, আজ বেলা ১২টার দিকে বিজয়ের ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। বিবৃতির মাধ্যমে বিজয় সব উল্লেখ করেছেন।

বিজয়ের পিতা জামিল হোসেন লিচু বলেন, আমরা এখন স্ব-পরিবারে ঢাকায় অবস্থান করছি। বিজয় দিবস পালন করতে ঢাকায় এসেছি। কুষ্টিয়ায় ফিরে এ ব্যাপারে দি কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের সাথে কথা বলবেন তিনি।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।