ভোটারদের কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৩০ ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট প্রদান ও ফেয়ার নির্বাচন হলে দেশের ৮০ ভাগ পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয়ী হবেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় মির্জাপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে নির্বাচন উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পরামর্শক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পৌর বিএনপির সভাপতি মির্জাপুর পৌরসভায় মেয়র প্রার্থী হযরত আলী মিঞার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।

গয়েশ্বর বলেন, সরকার দেশ ও বিদেশিদের কাছে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সমালোচনায় পড়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে সরকার দলের প্রার্থীরা পরাজিত হলে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হবে তাদের প্রতি জনসমর্থন নেই। এ কারণে সরকার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন।

গয়েশ্বর আরো বলেন, এটি ব্যক্তি নির্বাচন নয়। ধানের শীষের নির্বাচন। যদি কোনো নেতা মনে করেন প্রার্থীকে এ নির্বাচনে ফেলে দিবো, তাহলে দলের মারাত্মক ক্ষতি হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।

এটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। তাই জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিবে।
বিএনপির যারা এ নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হবেন তাদের অধিকাংশ ব্যক্তিকেই নির্বাচনের ৬/৭ মাস পর জেলে যেতে হবে। এটা বিশ্বাস করেই জনগণের জন্য দল নির্বাচনে অংশ নিয়েছেন। সরকার একটা অবৈধ কর্মকে চাপা দিতে ১০টি অপকর্ম করার চেষ্টা করবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে।

পরে বিএনপির প্রার্থী হযরত আলী মিঞার পক্ষে নেতাকর্মীদের নিয়ে সদরের বংশাই রোডে নির্বাচনী প্রচারণা চালান গয়েশ্বর চন্দ্র রায়।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।