বসুন্ধরা আবাসিকে বিদেশি পিস্তলসহ ‘জামাই রাসেল’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতার ব্যক্তির নাম মো. ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফয়েজ আহমেদকে তল্লাশি করে স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম আরও বলেন, ‘আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’

টিটি/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।