মতিঝিলে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আ. রব ও মো. সাইফুল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার ভুক্তভোগী আল আমিন চাঁদপুর থেকে বিদেশ যাওয়ার বিষয়ে আলোচনা করার জন্য মতিঝিলের ইয়াম্বো ট্রাভেলসে আসেন। কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফেরার পথে তিনি আরামবাগ পৌঁছলে গ্রেফতার রব ও সাইফুলসহ তার সহযোগীরা ভুক্তভোগীর পথরোধ করেন।

এ সময় গ্রেফতাররা চাকুর ভয়-ভীতি দেখিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। আল আমিনের চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় টহল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার দুইজনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিটি/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।