ফতুল্লায় পোশাক কারখানায় আগুনে ১০ লাখ টাকার ক্ষতি
নারায়ণগঞ্জে ফতুল্লার শিল্পনগরী বিসিক এলাকায় শুক্রবার ভোরে মোল্লা গার্মেন্ট নামে একটি রফতানি পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ হতাহত না হলেও আগুনে পুড়েছে কারখানার তৈরি পোষাক ও মেশিন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি দিন মনি সরমা জাগো নিউজকে জানান, ভোরে বিসিক এলাকায় অবস্থিত মোল্লা গার্মেন্ট বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই গার্মেন্টে গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করে। এতে কারখানার একটি ফ্লোরে থাকা তৈরি পোষাক ও কয়েকটি মেশিন পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর