২০১৫ সালের মধ্যে সব বস্তিতে বৈধ পানি লাইন
২০১৫ সালের মধ্যে সব বস্তিতে বৈধ ভাবে পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার জাতীয় সংসদে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ইতিমধ্যে রাজধানীর কড়াইল বস্তিসহ বেশ কিছু বস্তিতে বৈধভাবে পানি সরবরাহ করা হচ্ছে। বাকী বস্তিগুলোও বিবেচনাধীন রয়েছে। ২০১৫ সালের মধ্যে সব বস্তিতে বৈধ ভাবে পানি সরবরাহ করা হবে।
মন্ত্রী আরেও জানান, রাজধানীর সব বস্তিতে বৈধভাবে পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসা একটি প্রকল্প হাতে নিয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের সকল বস্তিতে বৈধভাবে পানি সরবাহের উদ্যেগ নেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকার কোন পানির পাম্প স্থায়ীভাবে নষ্ট নেই। ঢাকা ওয়াসার ৬৭৭টি পাম্পের মধ্যে সবগুলোই চালু রয়েছে। তবে প্রতিদিনই ২/১ টি পাম্প রক্ষণাবেক্ষণের জন্য কিছু সময় বন্ধ থাকে। বর্তমানে ৭৮ ভাগ পানি এসব পাম্পের মাধ্যমে ভূ-গর্ভস্থ উত্স থেকে উত্তোলন করা হয়।