সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৩ দশমিক ৭১ শতাংশ
সপ্তাহ জুড়ে বেশিরভাগ সময় নেতিবাচক ধারা ছিল দেশের পুঁজিবাজারে। এর ধারাবাহিকতায় গেল সপ্তাহে শেয়ারবাজারে সব ধরনের সূচকের পাশাপাশি দর পতন হয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। একই সঙ্গে কমেছে পিই রেশিও ও বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৪৩ দশমিক ৭১ শতাংশ।
বাজার সংশ্লিষ্টদের মতে তালিকাভুক্ত ব্যাংকগুলো তৃতীয় প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মুনাফা অনেকটা কমতে দেখা গেছে। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলো মুনাফার দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। এছাড়াও বছরের শেষ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে অনেকটা নিস্ক্রিয় রয়েছে। আর এসব কারণে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার কিনছে না। ফলে লেনদেন ধারাবাহিকভাবে কমছে।
গেল সপ্তাহে ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটির দিন হওয়ায় বন্ধ ছিলো দেশের শেয়ারবাজার। তাই চার কার্যদিবস লেনদেন হয়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে গেল সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২২০ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমান ছিল ২ হাজার ১৬৭ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার টাকা। সেই হিসেবে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৯৪৭ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা বা ৪৩ দশমিক ৭১ শতাংশ।
সপ্তাহে ডিএসইতে সব ধরনের সূচকের পতন হয়েছে। এসময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬২ দশমিক ৫৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ, ডিএস৩০ সূচক কমেছে ২১ দশমিক ৩৫ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ। আর শরিয়াহ বা ডিএসইএস কমেছে ১৪ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ।
গেল সপ্তাহে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮ টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।
সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৪৮৫ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৩৯০ টাকায়। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১ দশমিক ৫৭ শতাংশ কমে ১৪ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে দেশের অপরশেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহে সিএএসপিআই সূচক কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক ৪৮ শতাংশ। আর সার্বিক সূচক সিএসইএক্স কমেছে ১ দশমিক ২৪ শতাংশ।
সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭০টি কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৪০ লাখ ৪ হাজার ৭০২ টাকা।
এসআই/পিআর