সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষৎ


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০১৪

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সিঙ্গাপুরের ইয়র্ক হোটেলে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। রোববার সাক্ষাতকালে বেগম রওশন এরশাদ রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর সাথে সাক্ষাতের জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

বৈঠককালে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। চীন ও সিঙ্গাপুর সফর শেষে রাষ্ট্রপতি রোববার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। - বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।