সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ক্ষমতাসীন এমপি


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫

আওয়ামী লীগের এমপি ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী তার নির্বাচনী এলাকা শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় নির্বাচন আাচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাবেক এ ডেপুটি স্পিকার ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ জানাতে যান। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তিনি অভিযোগ দিতে গেলেও বৈঠকে থাকায় সাক্ষাৎপাননি তার।

শওকত আলী পরে সাংবাদিকদের জানান, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। আচরণবিধি হরদম লঙ্ঘিত হচ্ছে। অস্থির অবস্থা। ত্রাসের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে এসব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কিভাবে সুষ্ঠু তা বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।

এসময় কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের নিশ্চিয়তা চান তিনি। শওকত বলেন, বিষয়টি রিটার্নিং অফিসারকেও জানানো হবে। থানার ওসি ও এসপিকে জানিয়েছি।

কিছু দুষ্কৃতকারী এলাকার পরিবেশ নষ্ট করছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলী এসব বাড়াবাড়িতে পটু না। সে নির্বাচন কমিশন ও প্রচলিত আইনের ওপর নির্ভর করছে। এ জন্য এখানে আসতে বাধ্য হলাম।

শওকত আলী বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ছেলে পাভেল প্রচারণায় নামলে তাকে ধাওয়া করছে বিদ্রোহী প্রার্থীর লোক। বিষয়গুলো কর্তৃপক্ষের দেখা উচিত। ইসির ওপর আস্থা আছে বলেই দৌড়ে এসেছি।

সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির শঙ্কার সঙ্গে ক্ষমতাসীন এ সাংসদের অভিযোগ এক নয় বলে মনে করেন শওকত। এ বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে মিল নেই আমার কথায়। তারা বেশি করে বলার চেষ্টা করছে। আমি শুধু একটি পৌরসভার কথা বলছি। সারাদেশের বিষয়ে আমি অবগত না।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।