বিএসটিআইয়ের অভিযানে দুইজনের কারাদণ্ড-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

ভেজাল শিশুখাদ্য প্রস্তুতকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড এবং উভয় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সাভারে অভিযান চালিয়ে এসব জরিমানা ও কারাদণ্ড প্রদান করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। ডিএমপি পুলিশের সহযােগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে আমিনবাজার এলাকায় তাহসান ফুড অ্যান্ড বেভারেজ এবং হাজী আমিন সুইটস নামের দুটি প্রতিষ্ঠানে শিশুখাদ্য আইস ললি, আইস পপ, ফুট ড্রিংকস, মিল্ক ক্যান্ডি, চিপস, বিস্কুট, পাউরুটি, ফারমেন্টেড মিল্ক, চানাচুর অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় প্রতিষ্ঠান দুটির ম্যানেজার মাে. হাসান আলী এবং অপূর্ব সরকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যাককে এক লখ টাকা জরিমানা করা হয়।

এনএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।