ডেঙ্গু মোকাবিলায় দিনে-রাতে মশারি টানানোর পরামর্শ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

করোনার পাশাপাশি ডেঙ্গু এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে দিন ও রাতে মশারি টানানো পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে করোনার পাশাপাশি ডেঙ্গু শনাক্তের সুব্যবস্থা রয়েছে। তাই জ্বর হলে বিলম্ব না করে ডেঙ্গু পরীক্ষা করা উচিত। ডেঙ্গু সংক্রমণ বিষয়ে জনগণ সচেতন হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে করোনার পাশাপাশি বর্তমানে ডেঙ্গু পরীক্ষা বেড়েছে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে সচেতন এবং অন্যকে সচেতন করে তোলার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফুলের টবসহ বাসার ভেতরে বা আশপাশে জমে থাকা পানি তিনদিনের মধ্যে ফেলে দিতে হবে। দিনে-রাতে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

এমইউ/এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।