দুই ট্রাক নকল শিশুখাদ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

বিএসটিআইয়ের অভিযানে দুই ট্রাক নকল শিশুখাদ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি কারখানা থেকে এসব খাবার জব্দ করা হয়।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. রিয়াজুল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৮০০ কার্টুন নকল শিশুখাদ্য জব্দ করা হয়েছে।

তিনি জানান, জব্দ শিশুখাদ্যের মধ্যে জুস এবং ললিপপের পরিমাণ সব থেকে বেশি। কারখানাটি সেখানে বিভিন্ন ব্র্যান্ড নকল করে পণ্যগুলো সারাদেশে সরবরাহ করত। অভিযানের আগে আমরা ধারণা করতে পারিনি একসঙ্গে এত শিশুখাদ্য সেখানে মজুত ছিল।

এছাড়া প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। 

jagonews24

জব্দ পণ্যগুলো এআর ব্র্যান্ডের নামে বাজারজাত করা হয়। পণ্যগুলোর গায়ে এআর কনজ্যুমার লিমিটেডের সিল লাগানো ছিল। এছাড়া সেগুলোতে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিত্র ব্যবহার হয়েছে।

রিয়াজুল হক বলেন, অভিযানের খবর পেয়ে কারখানার মালিকসহ অন্যান্যরা পালিয়ে যাওয়াতে আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তবে আমরা একটি মামলা করব।

তিনি বলেন, এগুলো কতটুকু ক্ষতিকর সেটা এখনো পরীক্ষা করা হয়নি। তবে এসবে যে ফুড কালার ব্যবহার করা হয়েছে তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরও বলেন, এসব পণ্য বিএসটিআই যথাযথ নিয়মে ধ্বংস করবে। কারখানা থেকে প্রাপ্ত প্রচুর কেমিক্যাল এরই মধ্যে ধ্বংস করা হয়েছে।

এনএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।