বিমানবন্দরে র‍্যাপিড টেস্ট চালুর দাবি আমিরাত প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট প্রক্রিয়া বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন দেশে আটকেপড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তারা এ দাবি জানান।

বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট স্থাপন ও আটকেপড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ফিরে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

ফিরে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ প্রবাসীরা বলেন, ‘আমাদেরকে বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। অথচ যথাযথ মূল্যায়ন আমরা পাচ্ছি না। র‍্যাপিড টেস্টে আটকে পড়ে আমাদের বিদেশ গমণ থেমে আছে। আমরা যদি না যেতে পারি, আমাদের পরিবার অভাবে পড়বে। পথে বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’

তারা বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল যদি এক সপ্তাহের মধ্যে র‍্যাপিড পিসিআর টেস্ট স্থাপন করতে পারে, তবে আমাদের দেশ কেন পারবে না। আমরা কর্মস্থলে ফিরে যেতে চাই। শুধুমাত্র বিমানবন্দরে পিসিআর টেস্ট ব্যবস্থা না থাকার কারণে আমরা ফিরতে পারছি না।’

এ বিষয়ে তারা প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমআইএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।