টিকা নিলেন আরও প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকা নিয়েছেন আরও চার লাখ ৬৬ হাজার ৮৪০ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭ হাজার ৪৩৯ জন।

প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৩২ হাজার ২৪৪ জন ও নারী এক লাখ ২৭ হাজার ১৫৭ জন রয়েছেন। পুরুষদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৫৫২ জন এবং নারী ৯০ হাজার ৮৮৭ জন।

এ পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা দুই কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ জন ও দ্বিতীয় ডোজের ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর, এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিকেল ৫টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪০১ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ১৫ হাজার ৫৫৫ জন নিবন্ধন করেন।

এমইউ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।