২৪ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগীর বয়স শূন্য থেকে ১০

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বাড়ছে শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর মধ্যে ৬৯ জনের বয়সই শূন্য থেকে ১০ বছর।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ৩১৫ জনের মধ্যে বয়সভিত্তিক হিসেবে শূন্য থেকে এক বছরের ছয়জন, শূন্য থেকে ১০ বছরের ৬৯ জন, ১১ থেকে ২০ বছরের ৫০ জন, ২১ থেকে ৩০ বছরের ৬৬ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন এবং ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১ থেকে ৪০ বছর বয়সী একজনের মৃত্যু হয়। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১১ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন।

হাসপাতালে ভর্তি এই ১১ হাজার ৮১৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৬০ জন রোগী ভর্তি হন।

এমইউ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।