বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১৪ জুলাই ২০১৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে দূরপাল্লার বিভিন্ন স্থানের বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ সোমবার। ফলে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়াও শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টার থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

পরিবহন মালিকদের দুটি সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণ করে। পরিবহন মালিকেরা জানান, এবার ঢাকার প্রায় সব টার্মিনাল ও পরিবহন কোম্পানির কাউন্টার থেকে একযোগে ১৪ জুলাই টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

এক দিনে সব স্থানে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা কম হবে এবং কালোবাজারি বা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও কমে যাবে বলে জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।