বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। বুধবার বিকেলে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

বঙ্গভবনের লনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান বিজয় উপলক্ষ্যে কেক কাটেন। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিদের খোঁজখবর নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মুক্তিযোদ্ধা ও শহীদ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাসহ বিজয় দিবসের এ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, কূটনৈতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রীম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানরা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী নেতা, সিনিয়র সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে শিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, শাকিলা জাফর, সেলিনা আখতার ও কিশোর দাস দেশাত্মবোধক গান গেয়ে শোনান।

এসএ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।