চট্টগ্রাম মেডিকেলে র‌্যাবের অভিযান, ৭ দালালকে সাজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক এ সাজা প্রদান করেন।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক জাগো নিউজকে বলেন, ‘চমেক হাসপাতাল এলাকায় দালালের উৎপাতের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাত দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।’

সাজাপ্রাপ্তরা প্রত্যেকেই চমেক হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অসাধু উপায়ে টাকা আদায় করতেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিজানুর রহমান/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।