কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী হতে চান প্রাণ গোপাল দত্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। শনিবার মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে মোট ৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর মধ্যে কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত, আইন সম্পাদক শাহজালাল মিঞা ও সদস্য জাকির হোসেন।

এছাড়া আজ ইউনিয়ন পরিষদের জন্য ছয়জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এসইউজে/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।