উন্নয়নের ছোঁয়া লাগলেও নিয়ন্ত্রণে নেই নদীভাঙন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙনরোধে পরিকল্পনা গ্রহণে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

jagonews24

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে সব জায়গায়। তবে বন্যা নিয়ন্ত্রণে ও নদী ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এসময় মানুষের ভিটেমাটি রক্ষায় নদী ভাঙনরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

jagonews24

মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসেল মাহমুদ/ইউএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।