টিকার আওতায় দেশের ২ কোটি ৭২ লাখের বেশি মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড ১৯) প্রতিষেধক হিসেবে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন এক লাখ ৯৯ হাজার ২৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ২৫২ জন।

এ নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জনে। তাদের মধ্যে পুরুষ এক কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জন ও নারী ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। শুরুর দিকে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও বর্তমানে সারাদেশে মডার্না, ফাইজার, সিনোফার্মসহ মোট চার ধরনের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন তিন কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ ৯৬ হাজার ২৩১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

এমইউ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।