রাজধানীতে সিএনজির ধাক্কায় এক্সপ্রেসওয়ের নিরাপত্তাকর্মী আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরসালিন সুলাইমান (৫০) নামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

আহত ব্যক্তির সহকর্মী নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী সৈনিক ক্লাব এলাকায় ডিউটি করার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা মুরসালিনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।’

তিনি জানান, আহত ব্যক্তির গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া পূর্বপাড়া গ্রামে। তিনি মৃত হাজি ওসমান গনির ছেলে। থাকেন মহাখালীর রসুলপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, বনানী থেকে এক এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তাকর্মী গুরুতর আহত অবস্থায় এসেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।