কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়লেন তিনজন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর কুড়িল বিশ্বরোডে যাত্রীবাহী বাসের ধাক্কা রিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন, সাগর (৩০), সজল (২২) ও রিকশাচালক সিরাজুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

আহত সাগরের স্ত্রী শারমিন আক্তার জানান, কুড়িল বিশ্বরোড রিকশায় যাওয়ার সময় ভিক্টর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে রিকশাচালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় একটি বাস জব্দ করেছে পুলিশ।

তিনি আরও জানান, আহত তিনজনের মধ্যে সজলের অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।