স্প্রে কম করায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

সিটি করপোরেশন থেকে মশা নিধনে স্প্রে তুলনামূলক কম করায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এডিস মশা জন্মায় কোথায়? যেসব ড্রেনে পানি জমে থাকে, সেখানে এডিস মশার জন্ম হয়। বাড়ির আশপাশে যেসব ড্রেন বা পাত্র পড়ে আছে, এসব জায়গায় এডিস মশা জন্ম নেয়। সেখানে আমাদের সিটি করপোরেশন মশা নিধনের ওষুধ স্প্রে করছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, সেখানে যে স্প্রে করা হচ্ছে, তা আরও বেশি করার প্রয়োজন ছিল। সেখানে হয়তো স্প্রে একটু কম হয়েছে, সেই কারণে মশার উৎপাত বেড়ে গেছে। মশা বেড়ে যাওয়ায় কারণে মানুষকে কামড়াচ্ছে, ফলে ডেঙ্গু রোগীর ছড়াচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা অনুরোধ করবো, সিটি করপোরেশনগুলো যাতে আরও একটু তৎপর হয়, বেশি করে স্প্রে করেন। যাতে মশাগুলো ধ্বংস হয় এবং মানুষ ডেঙ্গু আক্রান্ত না হয়।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এডিস মশা বাড়ছে, এটা আমরা পত্রের মাধ্যমে জানিয়ে থাকি। এবারও সেটা জানানো হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ওপর চাপ বাড়ছে। করোনা রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদেরও চিকিৎসা দিতে হচ্ছে। আবার ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। প্রতিষ্ঠান তো একটাই। রাতারাতি তো হাসপাতাল করে ফেলা সম্ভব না। যতটুকু সম্ভব চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।’

এমএএস/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।