দেশে এলো ২৬টি ফ্রিজার, সংরক্ষণ করা যাবে ৯০ লাখ টিকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাসের টিকা সংরক্ষণের জন্য অতি নিম্ন তাপমাত্রার ২৬টি ফ্রিজার দেশে এসে পৌঁছেছে। রাজধানীর মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান) ভবনে এ ফ্রিজারগুলো শিগগিরই স্থাপন করা হবে।

এ বিষয়ে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স চৌধুরী জানান, সম্প্রতি কয়েক ধাপে ইউনিসেফের সহায়তায় কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে দেয়া এই ফ্রিজারগুলো এসেছে। এই ২৬টি ফ্রিজারে প্রায় ৯০ লাখ টিকা সংরক্ষণ করা যাবে।

কোভিড-১৯ মোকাবিলার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে, দেশের প্রতিটি প্রান্তে সামনের সারির কর্মী ও উচ্চঝুঁকিতে থাকা মানুষের কাছে টিকা পৌঁছে দিতে এই অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমইউ/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।