সাংবাদিক নির্যাতনের বছর ২০১৫
চলতি বছরে সাংবাদিকদের ওপর দমন পীড়ন ও জেল জরিমানার ঘটনা বেশি ঘটেছে চীন, মিসর ও ইরানে। তবে গত বছরের চেয়ে এবছর সাংবাদিকদের কারাভোগের পরিমাণ কিছুটা কমেছে। নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরার।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ১৯৯ সাংবাদিকের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে তিন ভাগের একভাগেরই কারাদণ্ড হয়েছে চীনে। বরাবরের মতো চীনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে। দেশটিতে এ বছর ৪৯ সাংবাদিকের কারাদণ্ড হয়েছে। তবে গত বছর বিশ্বব্যাপী ২২১ সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছিল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান, ভিয়েতনাম ও ইথিওপিয়ায় আগের চেয়ে বেশি সাংবাদিকের কারাদণ্ড হয়েছে। এদের মধ্যে অনেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আইনী মোকাবিলা করতে মুক্ত অাছেন। এছাড়া কায়রোতে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ২৩ সাংবাদিকের কারাদণ্ড দিয়েছেন। তবে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি খর্ব করা হয়েছে তুরস্কে। গত বছরের চেয়ে চলতি বছরে দেশটিতে সাংবাদিকদের দ্বিগুণ কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বিভিন্ন দেশের ৮ জন সাংবাদিক গুম হয়েছে।
এসআইএস/এমএস