টিকা নিলেন আরও সাড়ে ৩ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন তিন লাখ ৫০ হাজার ৬০ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ১৫০ জন (পুরুষ ৯৭ হাজার ২৬৮ ও নারী ৮৯ হাজার ৮৮২ জন)। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬২ হাজার ৯১০ জন (পুরুষ ৯৫ হাজার ৩৪৮ ও নারী ৬৭ হাজার ৫৬২ জন)।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল দুই কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮২ লাখ আট হাজার ৩৭৯ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এমইউ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।