হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সিয়াম (১৮), আল কাবিদ (২২) ও ফরহাদ আকাশ (২১)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নেয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘বিকেলে তিন বন্ধু হাতিরঝিলে ঘুরতে আসেন। সেখানে মহানগর ব্রিজের পাশে সেপটিক ট্যাংকে বসেছিলেন। এসময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে দগ্ধ হন তারা। এরপর আমরা দ্রুত তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।’

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাদের শরীরের পাঁচ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।