জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয়েছে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। বুধবার সকাল ১০টার দিকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

ইতোমধ্যে সালাম গ্রহণ করতে সেখানে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যসহ সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারা।

কুচকাওয়াজের উপ-অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আনিসুজ্জামানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বীর মুক্তিযোদ্ধাদের দলসহ বিভিন্ন সামরিক বেসামরিক দল ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছে। এরপরই অধিনায়ক মেজর জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব বুঝে নেন।

সশস্ত্র বাহিনী বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করেছে। সহায়তা করেছে বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেড।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।